আহলে হাদীস প্রসঙ্গ ২
আহলে হাদীস প্রসঙ্গ ২
সময় নিয়ে পড়ুন।বহু অস্থিরতা কেটে যাবে।
অনুসৃত বিজ্ঞ উলামায়ে কেরামের উপর অাস্থা রাখুন। নতুন কোন কথা, মত বা আমলের ভিন্ন কোন পদ্ধতির কথা শুনে বিচলিত হবেন না।
দুই.
আমাদের সামনে যারা হাদীসের বিশুদ্ধতম গ্রন্থ রচনা করে গিয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন মুহাদ্দিস ও মুজতাহিদ এবং মালিকী মাযহাবের প্রবর্তক ইমাম মালেক রহমতুল্লাহি আলাইহি। তিনি মুয়াত্তা মালেক কিতাব রচনা করার পর যে কর্মপদ্ধতি অবলম্বন করেছিলেন তা আমাদের ঐ সকল ভাই যারা নিজেদের আহলে হাদিস নামে পরিচয় দিতে সাচ্ছন্দবোধ করেন তাদের জন্য বড় শিক্ষনীয়।
নিম্নে আমি তার বিবরণ তুলে ধরলাম।
ইমাম ইবনে আবি হাতেম তার রচিত কিতাব তাকদিমাতুল জারহি ওয়াত তাদীল এর ২৯ পৃষ্ঠায় উল্লেখ করেন, খলিফা আবু জাফর মনসুর ইমাম মালেক রহমতুল্লাহি আলাইহির কাছে আগ্রহ প্রকাশ করে বললেন যে, আমি চাই গোটা মুসলিম সাম্রাজ্যে এক ইসলামের (অর্থাৎ মুআত্তা মালেকের) অনুসরণ হোক। আমি সকল এলাকার কাজী ও সেনাপ্রধানদের নিকটে এব্যপারে ফরমান জারি করতে চাই। ইমাম মালেক রহমতুল্লাহি আলাইহি বলেন, জনাব! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের মাঝে ছিলেন। তিনি বিভিন্ন জনপদে সেনাদল প্রেরণ করেছেন। কিন্তু ইসলামের দিক বিজয়ের আগেই তাঁর ওফাত হয়ে গেছে। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন। তার আমলেও খুব বেশী রাজ্য বিস্তার হয়নি। এরপর হযরত ওমর রাযিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন। তার সময়ে প্রচুর শহর ও জনপদ বিজিত হয়েছে। তিনি সেসব বিজিত এলাকায় শিক্ষা দীক্ষার জন্য সাহাবীগণকে প্রেরণ করেছেন। সেই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত (প্রত্যেক জনপদে সাহাবীগণের শিক্ষাই) এক প্রজন্ম থেকে অপর প্রজন্ম পর্যন্ত পৌঁছেছে।
অতএব আপনি তাদেরকে তাদের পরিচিত অবস্থান থেকে অপরিচিত কোন অবস্থানে ফেরাতে চান তবে তারা একে কুফুরী মনে করবে। সুতরাং প্রত্যেক জনপদকে তাদের অবস্থার উপর ছেড়ে দিন এবং নিজের জন্য এই ইলমকে( মু্আত্তা মালেককে) গ্রহণ করুন।
খলীফা আবু জাফর তার কথা মেনে নিলেন।(তাকদিমাতুল জারহি ওয়াত্তাদীল: ইমাম ইবনে আবি হাতিম ( মৃত্যু ৩২৭ হি,)পৃষ্ঠা:২৯।
ইবনে সাআদের বর্ণনায় ইমাম মালিকের বক্তব্যে উল্লেখ আছে যে,
يا أمير الؤمنين لا تفعل هذا ـ فان الناس قد سبقت اليهم أقاويل وسمعوا احاديث وروروا روايات واخذ كل قوم بما سبق اليهم وعملوا.
অর্থাত:
আমিরুল মুমিনিন! এমনটি করবেন না। কেননা লোকদের কাছে সাহাবীগণের বক্তব্য পৌঁছেছে তারা হাদীস বর্ণনা করেছে এবং প্রত্যেক জনগোষ্ঠী তাই গ্রহণ করেছে যা তাদের নিকট অগ্রে পৌঁছেছে এবং তদনুযায়ী আমল করছে।আততাবাকাত ৪৪০।
আবুযর
উস্তাযুল হাদীস ওয়াল ফিকহ
আফতাবনগর মাদরাসা ঢাকা
কোন মন্তব্য নেই