ইফতা বিভাগে ভর্তিচ্ছুক তালিবে ইলমদের দৃষ্টি আকর্ষণ (মেয়াদকাল: ১ বছর)
ইফতা বিভাগে ভর্তিচ্ছুক তালিবে ইলমদের দৃষ্টি আকর্ষণ (মেয়াদকাল: ১ বছর)
================
আলহামদুলিল্লাহ অত্যন্ত সুনাম ও সফলতার সাথে আফতাবনগর মাদরাসার ইফতা বিভাগ নবম বছরে পদার্পণ করেছে। ছাত্রদের ফিকহী যাওক তৈরি ও তাদেরকে যুগোপযোগী করে গড়ে তুলতে জামিয়ার সম্মানিত আসাতিযায়ে কেরাম বরাবরই সচেষ্ট। মনোরম পরিবেশ, নিবিড় তত্ত্বাবধান, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আন্তর্জাতিক ফিকহী সেমিনার, গবেষণামূলক ফিকহী প্রবন্ধ প্রকাশ ইত্যাদির মাধ্যমে জামিয়ার ইফতা বিভাগ ইতিমধ্যেই দেশের বিজ্ঞ ওলামায়ে কেরাম এবং তালিবানে ইলমের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এ বিভাগের বৈশিষ্ট্য:
------------------
১. যুগ ও উম্মাহর চাহিদা এবং মাসায়েলে হাযেরার আলোকে প্রণিত মানহাজ।
২. সেমিস্টার ভিত্তিক পাঠদান।
৩. সমৃদ্ধ কুতুবখানায় সবসময় মুতালাআ করার সুব্যবস্থা।
৪. ফিকহুল মুয়ামালাত তথা ইসলামী অর্থনীতির উপর বিশেষ গুরুত্বারোপ।
৫. নিবিড় তত্ত্বাবধান।
৬. মাহজারে ইয়াওমির মাধ্যমে মুতালাআর দৈনিক মুহাসাবা।
৭. তামরীনের প্রতি বিশেষ গুরুত্বারোপ।
৮. গুরুত্বপূর্ণ বিষয়ের উপর 'মাকালা' লিখন।
৯. মনোরম পরিবেশ ও তিন বেলা মানসম্পন্ন খাবারের সুব্যবস্থা।
১০. দরসের বাহিরে বাধ্যতামূলক নির্ধারিত পরিমাণ মুতালাআ।
১১. বিষয়ভিত্তিক নিয়মিত মুহাজারা।
বিভাগটি যারা পরিচালনা করেন:
----------------------
1. তত্ত্বাবধায়ক ও প্রধান মুরুব্বী: মুফতি মোহাম্মদ আলী দা. বা. যিনি একাধারে বাংলাদেশ মুফতি বোর্ডের সদস্য, আল হাইয়াতুল উলিয়ার শূরা সদস্য, বেফাকুল মাদারিসিদ্দীনিয়া এর মহাপরিচালক।
2. প্রধান মুশরিফ : (মুফতি) মাওলানা আবু যর।
ফারেগ, মারকাযুদ্দাওয়াহ আলইসলামিয়া ঢাকা।
3. সরকারী মুশরিফ:
- মুফতি মাওলানা সাইফুল ইসলাম। ফারেগ, মারকাজুল উলুম আল ইসলামিয়া হাজীপাড়া, নারায়ণগঞ্জ।
- মুফতি মাওলানা মাহফুজুর রহমান। ফারেগ, দারুল ফিকরী ওয়াল ইরশাদ ঢাকা।
- মুফতি মাওলানা সানাউল্লাহ। ফারেগ, দারুল ফিকরী ওয়াল ইরশাদ ঢাকা।
- মুফতি মাওলানা রায়হান ফেরদৌস। ফারেগ, জামিয়া ইসলামিয়া আকবর কমপ্লেক্স।
ভর্তির যোগ্যতাঃ
আবেদনকারীকে অবশ্যই দাওরায়ে হাদিসে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ممتاز বা جيد جدا (সঠিক তথ্যানুযায়ী) হতে হবে।
ভর্তি কোটা: ৩০ জন। কোটা পূরণ হওয়ার পর আর ভর্তি নেয়া হবে না।
ভর্তি পরীক্ষাঃ
হিদায়া ৩য় খণ্ড, নুরুল আনওয়ার, কিতাবুল্লাহ ও প্রাসঙ্গিক যে কোন বিষয়।
ভর্তির নিয়ম ও শর্তাবলী
• ভর্তি ইচ্ছুকগন সম্ভব হলে উপস্থিত হয়ে সরাসরি ফরম সংগ্রহ করবেন । অন্যথায় মোবইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবে।
*********************************
# ভর্তির ফরম ১০০/- টাকা।
# ভর্তি ফি ২৫০০/- টাকা
বিকাশের মাধ্যমেও প্রদান করা যাবে।
# মাসিক প্রদেয় ২৫০০/- টাকা।
গরিব মেধাবীদের জন্য ছাড়ের ব্যবস্থা থাকবে। ইনশাআল্লাহ।
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
যোগাযোগ
➡️
মাওলানা শফিকুল ইসলাম : ০১৮১৭-৬২৯৮০৪ [বিকাশ]
মুফতি মাওলানা আবু যর : ০১৬৭৫৭৫৭৮৭০
মুফতি মাওলানা সাইফুল ইসলাম: ০১৮৩১৬৯৭৫০৯
মুফতি মাওলানা মাহফুজুর রহমান: ০১৭৩৭২৭০৮৪৭
মোবাইলের মাধ্যমে ভর্তি সংক্রান্ত করণীয়
————————————————————
১. ইফতা বিভাগের আসাতিযায়ে কেরামের সাথে যোগাযোগ করে নিজের উপযুক্ততা নিশ্চিত করতে হবে।
২. ভর্তি ফি পাঠানোর পর তা নিশ্চিত হয়ে দাখেলা নম্বর জেনে নিতে হবে ৷
প্রিন্সিপাল
মুফতি মোহাম্মদ আলী
আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম ঢাকা
০১৭১২-২২৩৯২৬

কোন মন্তব্য নেই