Header Ads

Header ADS

মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এর ইন্তেকাল মুফতি মোহাম্মদ আলীর শোক


মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এর ইন্তেকাল মুফতি মোহাম্মদ আলীর শোক

বাংলাদেশের একজন সফল মন্ত্রী ও আলেম বান্ধব মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী হাফেজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আল হাইআতুল উলয়্যা লিল জামিআতিল কওমিয়্যা বাংলাদেশ ও জাতীয় মুফতি বোর্ডের সদস্য, জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব এবং ঢাকার বাড্ডাস্থ জহুরুল ইসলাম সিটি আফতাবনগরে অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম আফতাবনগর মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আলী।

আজ সকালে তিনি এক বিবৃতিতে বলেন, আমরা আরেকজন ভালো মানুষকে হারালাম।

গতকাল শনিবার (১৩ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি ছিলেন উদার হৃদয়ের অধিকারী। অনেক বেশি আন্তরিক। আলেমদের প্রতি শ্রদ্ধাভাজন এবং বিশেষ করে মাদারিসে কওমিয়াধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয় গুলোতে একজন আন্তরিক শুভাকাঙ্ক্ষী।
ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের শীর্ষস্থানীয় আলেমদের কাছ থেকে পরামর্শ নিতেন।

অল্প কিছু দিনের মধ্যেই তিনি মানুষের ভালোবাসা,  সহানুভূতি ও দোয়া অর্জন করে নিয়েছিলেন। তিনি একজন মহৎ ও সৎকর্ম পরায়নশীল ছিলেন। মন্ত্রীত্বে বেশিদিন ছিলেন না; তবে এ কয়েকদিনে গুরুত্বপূর্ণ কিছু কাজ তিনি করে গেছেন।

আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে ক্ষমা করে দিন। জান্নাত নসিব করুন। যে ভালো কাজগুলো তিনি করে গিয়েছেন এর জাযা ও প্রতিদান দান করুন। আমিন।

মুফতি মোহাম্মদ আলী মরহুমের রুহের মাগফিরাত এবং আল্লাহর দরবারে তার জন্য জান্নাতুল ফেরদৌস এর উচ্চ মাকাম কামনা করেন। সেই সাথে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানান।

"اللهم إغفر له و إرحمه و عافه و اعف عنه و أكرم نزله ، ووسع مدخله و أغسله بالماء و الثلج و البرد ، و نقه من الخطاياكما ينقى الثوب الأبيض من الدنس ، وأبدله دارا خيرا من داره ، وأهلا خيرا من أهله ، وزوجا خيرا من زوجه و أدخله الجنه و أعذه من عذاب القبر"

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.