Header Ads

Header ADS

মাদ্রাসা সফলতার গোপন তথ্য ফাঁসঃ-- !!

মাদ্রাসা সফলতার গোপন তথ্য ফাঁসঃ-- !!
হযরত হাফেজ্জী হুজুরের ইন্তেকালের কয়েক বছর আগের ঘটনা। হুজুর ঢাকার বাইরে দিন কয়েকের সফরে বেরিয়েছেন। কামরাঙ্গীরচর মাদরাসায় তখন প্রচন্ড আর্থিক সংকট চলছিল।এই সংকট ক্রমেই ঘনীভূত হতে লাগলো।

শেষে একদিন এমন অবস্থা এমন হলো যে, অনেক চেষ্টা করেও ছাত্রদের খাবারের কোন ব্যবস্থা করা গেল না, সেদিন বোর্ডিংয়ে চুলাও জ্বললো না।সবার চোখে মুখে পেরেশানির ছাপ।
বেলা ১১টার দিকে হুজুর সফর থেকে ফিরলেন।আসার সাথে সাথেই হুজুরের সামনে হালত পেশ করা হলো।

ঘটনা শোনার পর হুজুর বিচলিত হয়ে পড়লেন এবং সঙ্গে সঙ্গে কাঁধের রুমালটি হাতে নিয়ে তা দিয়ে নিজের চেহারা ঢেকে ফেললেন। তারপর বললেন, আমার লজ্জা হচ্ছে এজন্য যে, আজ ছাত্রদের খানার কোন ব্যবস্থা করা যায়নি। এরপর হুজুর নিজের পকেট থেকে বিশ টাকা বের করলেন। উপস্থিত এক মুরিদ হুজুরের হাতে পঞ্চাশ টাকা হাদিয়া দিলেন।

হুজুর এই সত্তর টাকা একজন শিক্ষকের হাতে দিয়ে বললেন-এই টাকা দিয়ে মুড়ি কিনে ছোট ছাত্রদের খেতে দিন। আর আপনারা মাদ্রাসার সকল গেট বন্ধ করে দিয়ে মসজিদে গিয়ে দরুদ শরীফের আমল শুরু করুন।
একথা বলেই হুজুর নিজের কামরায় চলে গেলেন।

এদিকে মাদ্রাসার সকল ছাত্র-শিক্ষক মসজিদে জড়ো হয়ে দরুদ শরীফের আমল শুরু করে দিল। প্রায় আধা ঘন্টা পর হুজুর মসজিদে প্রবেশ করলেন এবং মিম্বরে বসেই দুই হাত তুলে মোনাজাত শুরু করলেন। ক্রমে হুজুরের হাত উপরের দিকে উঠতে উঠতে একেবারে সোজা হয়ে গেল।দীর্ঘ সময় হুজুর আল্লাহর দরবারে নিজের অক্ষমতার কথা পেশ করে যাবতীয় প্রয়োজনের কথা পেশ করলেন। দোয়া শেষ হবার পর সকলে নিজ নিজ কামরায় চলে গেল।

বোর্ডিং ম্যানেজার বাবুর্চি খানার সামনে গিয়ে দেখতে পেলেন, সেখানে একটি বিরাট গরু ও দুটি খাসি বাঁধা। কে বা কারা এগুলো এখানে বেধে গেছে তার কোনো সন্ধান পাওয়া গেল না।হাফেজ্জী হুজুর কে এই ঘটনা জানানো হলে তিনি আল্লাহর শোকর আদায় করে সেগুলো জবাই করার হুকুম দিলেন।

এদিকে হুজুর মসজিদ হতে দোয়ার আমল শেষ করে মাদ্রাসার দপ্তরে প্রবেশ করার পরই জনৈক অপরিচিত ব্যক্তি দপ্তরে এসে হুজুরের হাতে একটি কাগজ দিল। তাতে লেখা ছিল"হাফেজ্জী হুজুরের হাতে পৌঁছে দাও"। হুজুর নীরবে তা পাঠ করলেন। এরপর আগন্তুক হুজুরকে লক্ষ্য করে বললো-মাদ্রাসার জন্য দুটি নৌকা বোঝাই করে চারশত মন চাল এনেছি। সেগুলো মাদ্রাসায় আনার ব্যবস্থা করুন। একথা বলে লোকটি নিরবে প্রস্থান করল। এই চাল কোত্থেকে আসলো কে প্রেরণ করল তার কিছুই জানা গেল না।

ﺃﻭﻟﺌﻚ ﺁﺑﺎﺋﻲ ﻓﺠﺌﻨﻲ ﺑﻤﺜﻠﻬﻢ
সুত্রঃ( ২৩০-২৩১পৃষ্ঠা,শত আলেমের জীবনী, মাওলানা এস এম আমিনুল ইসলাম রচিত)

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.